Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি
বিস্তারিত

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কমকর্তা (পদবি, ফোন নম্বর ও ইমেইল)

৩ ।

শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স

ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। গ্রাহককে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য নির্ধারিত রমে রেজিষ্ট্রার্ড চিকিৎসক প্রদত্ত মেডিকেল সার্টিফিকে, ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/এস,এস,সি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি, নির্ধারিত ফি জমাদানের রশিদ, সদ্যতোলা ০৩ কপি ষ্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি, স্থায়ী বা বর্তমান ঠিকানার প্রামাণকসহ উক্ত ঠিকানা বিআরটি’র যে সার্কেলের আওতাভ‚ক্ত সেই সার্কেল অফিসে আবেদন করতে হয়। কাগজপত্রসহ আবেদন সঠিক পাওয়া গেলে সার্কেল অফিস কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহনের তারিখসহ গ্রাহকের অনুক‚লে একটি শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়। যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহন করতে পারেন। ড্রাইবিং লাইসেন্স প্রাপ্তির যোগ্যতা অর্জনের জন্য আবেনদকারীকে লার্ণার ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষায় অংশ গ্রহন করত উত্তীর্ণ হতে হয়। লার্ণার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হলে প্রয়োজনীয় ফি জমা রশিদসহ নির্ধারিত ফরমে আবেদন করা হলে বিআরটিএ অফিস কর্তৃক উক্ত লাইসেন্সের মেয়াদ ০৩ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়।

(১) পূরণকৃত নির্ধারিত আবেদন ফর্ম;

(২) নির্ধারিত ফি জমাদানের রশিদ;

(৩) রেজিষ্ট্রার্ড চিকিৎসক প্রদত্ত মেডিকেল সার্টিফিকেট;

(৪) ন্যাশনাল আইডি কার্ড/পাসপোর্ট/এসএসসি সার্টিফিকেট এর সত্যায়িত ফটোকপি;

(৫) সদ্যতোলা ০৩ কপি ষ্ট্যাম্প ও ০১কপি পাসপোর্ট সাইজ ছবি;

(৬) বসবাসের ঠিকানার প্রয়োজনীয় প্রমাণক (ভাড়ার চুক্তিপত্র/ইউলিটি বিলের কপি)

১। এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৩৪৫ টাকা

 

২। দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৫১৮ টাকা

 

৩। লার্ণার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি ৭৫ টাকা

১-৩ দিন

সহকারী পরিচালক (ইঞ্জি:) ও লাইসেন্সিং কর্তৃপক্ষ বিআরটিএ সার্কেল অফিস।

ফোন ও ইমেইল নম্বর বিআরটিএ ওয়েবসাইটে রয়েছে।