Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
মোটরযানের ফিটনেস
বিস্তারিত

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কমকর্তা (পদবি, ফোন নম্বর ও ইমেইল)

৭ ।

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট ইস্যু ও নবায়ন

মোটরযানের ফিটনেস সার্টিফিকেট নবায়নের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমার রশিদসহ গ্রাহককে নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। উক্ত আবেদনপত্রসহ মোটরযানটি সংশ্লিষ্ট বিআরটিএ সার্কেল অফিসে মোটরযান পরিদর্শক কর্তৃক পরিদর্শনের জন্য সরেজমিনে হাজির করতে হয়। মোটরযান পরিদর্শক কর্তৃক মোটরযানটি পরিদর্শনের পর ফিটনেস প্রদানের জন্য উপযুক্ত বিবেচিত হলে এক বছরের জন্য ফিটনেস সার্টিফিকেট নবায়ন করত একটি সার্টিফিকেট ইস্যু করা হয়।

১। নির্ধারিত ফরমে আবেদনপত্র পূরণ ও স্বাক্ষর:

২। প্রয়োজনীয় ফি প্রদানের রশিদ;

৩। ফিটনেস সার্টিফিকেটের মূল কপি কপি;

৬। হালনাগাদ ট্যাক্স টোকেস এর সত্যায়িত কপি;

৭। টি আই এন সংক্রান্ত কাগজপত্র-এর সত্যায়িত কপি;

৮। অনুমিত অগ্রিম আয়কর প্রদানের প্রমাণপত্র

ফিটনেস ফি

১। হালকা ও মাঝারিযান:

৯০০ টাকা

২। ভারীযান: ১৩৫০ টাকা

৩। অগ্রিম আয়কর (গাড়ির সিসির ভিত্তিতে নির্ণিত)

গাড়ির ধরণভেদে ১৫,০০০ হতে ১২৫,০০০ টাকা পর্যন্ত

১-২ দিন

মোটরযান পরিদর্শক সংশ্লিষ্ট সার্কেল